গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় থেকে: গাইবান্ধা পৌরসভার বাসিন্দা হাজী মোজাম্মেল। বয়স ১০৪ বছর।
কিন্তু ভোট দেওয়ার প্রবল আগ্রহের কারণে তাকে হুইল চেয়ারে করে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় ভোট কেন্দ্রে নিয়ে আসেন ছেলে আসাদুল হক।
সারাদেশের মতো বুধবার (৩০ ডিসেম্বর) গাইবান্ধা পৌরসভায়ও নির্বাচন চলছে। এতে ভোট দিতে পেরে বৃদ্ধ ভোটার মোজাম্মেল হাতের আঙ্গুলের ছাপ দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। কোনো লাইনে দাঁড়াতে হয়নি। ভোট দিয়ে ভালো লাগছে।
ছেলে আসাদুল হক বাংলানিউজকে বলেন, সকালে বাবা ভোট দিতে যাবে বলে আগ্রহ প্রকাশ করেন। দুপুরে ভোটারদের উপস্থিতি কিছুটা কম হওয়ায় তাকে ভোট দিতে নিয়ে এসেছি।
তিনি জানান, ২০ বছর আগে তার বাবা হাজী মোজাম্মেল স্ট্রোক করেন। তারপর থেকে হুইল চেয়ারে চলাফেরা করছেন। তবে এখনও মানসিকভাবে বেশ শক্ত তার বাবা।
২০ সন্তানের জনক হাজী মোজাম্মেল বিশ্ব ইজতেমা ময়দানের আমির। গাইবান্ধা গোরস্থান রোডের বাড়িতে ছেলে আসাদুলের সঙ্গে থাকেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এইচএ/
** ভোটের মেলা চারঘাটের থানাপাড়ায়