ঢাকা: ২৩৪টি পৌরসভার মধ্যে ১৫৭টি পৌরসভার ভোটকেন্দ্র সরকারদলীয় ক্যাডাররা দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির দফতর সম্পাদক রুহুল কবির রিজভী।
বুধবার (৩০ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ১৫৭টি পৌরসভায় কোথাও আংশিক আবার কোথাও সম্পূর্ণ কেন্দ্র সরকারদলীয় ক্যাডাররা দখল করে নিয়েছে। তারা প্রশাসনের লোকজনের সামনে ব্যালট বাক্স ছিনতাই করে সিল মেরেছে।
রিজভী আরও অভিযোগ করেন, অনেক ভোটকেন্দ্র প্রশাসনের সহায়তায় আবার কোথাও প্রশাসনের নাকের ডগায় বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় এজেন্ট, কর্মী, সমর্থক ও প্রার্থীদের মারধর করা হয়েছে। আহত হয়েছেন অনেক। অনেককে গ্রেফতারও করা হয়েছে।
যেসব পৌরসভা দখল, স্থগিত ও বিএনপির প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করেছে সেসব পৌরসভায় পুনর্নির্বাচনের দাবি জানান রিজভী।
নির্বাচন কমিশন যে সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করছে তা আবারও প্রমাণ হয়েছে। সাধারণ ভোটাররা আজও তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমএম/আরইউ/এএ