ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

কুমিল্লা থেকে আবু খালিদ

১১০ বছর বয়সে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত নবাব

আবু খালিদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
১১০ বছর বয়সে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত নবাব ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা থেকে: ফজরের নামাজ পড়েই ভোট কেন্দ্রে আসার প্রস্তুতি নিতে শুরু করেন ১১০ বছর বয়সী ভোটার আলী নবাব। ঘড়ির কাটায় সাতটা বাজতেই ভোট কেন্দ্রের দিকে রওনা হন তিনি।



প্রায় আধ ঘণ্টা অপেক্ষার পর ভোটারের সারিতে দাঁড়ান শত বছর বয়সী এই ভোটার। ঘণ্টাখানেকের মধ্যে ভোট দেওয়া হয়ে যায় তার।

এভাবেই নিজের ভোট দেওয়ার বর্ণনা জানালেন আলী নবাব। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ওইভোট কেন্দ্রে কথা হয় তার সঙ্গে।

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের ফলগুনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার ভোটের কেন্দ্র।

আলী নবাব বলেন, ১১০ বছর বয়সে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। ভোর থেকেই ভোট দেওয়ার জন্য তিনি প্রস্তুতি নিতে থাকেন।

তার কথা নোট করার সময়ে প্রথমে তিনি মনে করেন তার জমি লিখে নেওয়ার জন্য লিখছেন এই প্রতিবেদক। এক সময়ে বলেই ফেললেন, 'এতা লিকেন ক্যান, জমি লিকে নিবেন নাকি', এক পার্টি আইছিলো তো...।

ভোট দেওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ভালাই লাগতাছে, কোনো বিশৃঙ্খলা হচ্ছে না।   শেষ পর্যন্ত এভাবে ভোট হলে তো ভালাই হতো।

জনপ্রতিনিধির কাছে তার চাওয়া কী এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, হেতের কাছে কী চামু। হেতের কী ক্ষমতা আছে নাকি!

সাত ছেলেমেয়ের এই জনক ছেলেবেলা থেকেই ভোটপ্রিয়। এতো বছর বয়সেও তিনি একা একা চলাফেরা করতে পারেন এ জন্য আল্লার কাছে শুকরিয়া জানালেন।

ভোটপ্রিয় এই ভোটার প্রায় দেড় ঘণ্টা ধরে ভোট কেন্দ্রে সবার সঙ্গে কুশল বিনিময় করে বাড়ির পথে হাঁটা দেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
একে/এসএইচ

** ভোট দিয়ে খুশি শতবর্ষী হাজী মোজাম্মেল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।