ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন

বদরগঞ্জে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বদরগঞ্জে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটা পর্যন্ত কোনো ভোটকেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে শীত বেশি হওয়ায় ভোটারদের উপস্থিতি সকালে অপেক্ষাকতৃ খুবই কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করে।

১ নং ওয়ার্ডের নতুন ভোটার তাইফুর রহমান নিপু বাংলানিউজকে বলেন, এর আগে আমি কখনো ভোট দিইনি। তবে ভোটগ্রহণ খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে।

৭ নং ওয়ার্ডের রত্না পারভীন বলেন, ভোট দিয়ে ভাল লাগছে। কোনো ঝামেলা হচ্ছে না।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জিএম সাহাতাব উদ্দিন বলেন, ভোটগ্রহণ খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে। এছাড়া, আইন-শৃঙ্খলা বাহিনী তাদের কাজটি সঠিকভাবে করছে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এএটি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।