ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার একটি কেন্দ্রে জাল ভোটের মাধ্যমে ব্যালট পেপার শেষ হয়ে যাওয়ায় অনেকে ভোট দিতে না পেরে ফিরে গেছেন বলে অভিযোগ করেছেন ভোটাররা।
বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে ওই পৌরসভার চতুড়া ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
ভোট দিতে আসা এক ভোটার নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, লাইনে দাঁড়িয়ে আছি অনেক সময়, কিন্তু ভোট নেওয়া হচ্ছে না। ব্যালট পেপার নাকি শেষ হয়ে গেছে।
দুপুর ১২টার দিকে কে বা কারা এসে সব ব্যালট পেপারে সিল দিয়ে চলে গেছে। তাই তাদের ভোটগ্রহণ করা হচ্ছে না বলে জানান তিনি।
সরেজমিন গিয়ে দেখা গেছে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছে তবে ভোটগ্রহণ করা হচ্ছে না।
চতুড়া ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওয়ালিউর রহমান বাংলানিউজকে বলেন, কিছু ব্যালট পেপার আলমারিতে আছে। এখন দিব। তবে তিনি ব্যালট পেপার দেখাতে পারেননি।
এ ব্যাপারে শৈলকুপা পৌরসভা রিটানিং অফিসার দিদারুল আলম বাংলানিউজকে বলেন, এমন কোনো অভিযোগ পাওয়া যায় নি।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএ