ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

রামগঞ্জ পৌর নির্বাচন

বিএনপি মেয়র প্রার্থীর সমন্বয়কারীকে মারধর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বিএনপি মেয়র প্রার্থীর সমন্বয়কারীকে মারধর

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির  মেয়র প্রার্থী রুমান হোসেন পাটওয়ারীর প্রধান নির্বাচন সমন্বয়কারী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে ভোট চলাকালে রামগঞ্জ পৌরসভার বাশঘর এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় আলমগীর হোসেনের ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

বিএনপির মেয়র প্রার্থী রুমান হোসেন পাটওয়ারী বাংলানিউজকে বলেন, তার নির্বাচন সমন্বয়কারী আলমগীর হোসেন কেন্দ্রে যাওয়ার সময় হামলা চালানো হয়। তাকে মারধর করে মোটরসাইকেল ছিনিয়ে নেয় সরকার দলীয় সন্ত্রাসীরা।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকেরা ভোটকেন্দ্র দখল করে ও তার এজেন্টদের পিটিয়ে কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোট ডাকাতি করেছে। তাদের মারধরে পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. বাচ্চুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে অভিযোগ করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।

এ ব্যাপারে জানতে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে যাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।