ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

মাকে ভোট দিতে ভাইয়ের কোলে চড়ে কেন্দ্রে

রফিকুল আলম, উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
মাকে ভোট দিতে ভাইয়ের কোলে চড়ে কেন্দ্রে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মদিনা খাতুনকে ভোট দিতে বড় ভাইয়ের কোলে চড়ে কেন্দ্রে এসেছেন শারীরিক প্রতিবন্ধী বাবু মণ্ডল (২৮)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বাবু মণ্ডল ধুনট মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন।



বাবু মণ্ডল ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের আয়নাল হকের ছেলে। তার মা মদিনা খাতুন এক নম্বর সংরক্ষিত আসনের (১, ২ ও ৪) নারী কাউন্সিলর পদে গ্যাসের চুলা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একই পদে মদিনা খাতুনের সঙ্গে ফিরোজা খাতুন (মৌমাছি), রেনুকা খাতুন (আঙ্গুর) ও  রেহেনা খাতুন (কাঁচি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩ হাজার ৬২ জন।

বড় ভাই আব্দুল মজিদের কোলে চড়ে ভোট কেন্দ্রে আসা বাবু মণ্ডল জানান, তার বাড়ি থেকে মাত্র একশ গজ দূরে ভোটকেন্দ্র। এবার দ্বিতীয় বারের মতো পৌরসভা নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে এসেছেন। তার মাকে গ্যাসের চুলা প্রতীকে ভোট দিয়েছেন।

এরপর তার পছন্দের মেয়র পদে এক জন ও কাউন্সিলর পদে এক জনকে ভোট দিয়েছেন। তবে তার পছন্দের এই দুই প্রার্থীর নাম প্রকাশ করতে রাজী হননি তিনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে বেজায় খুশি বাবু। হাত ও পা অকেজো থাকায় মুখ দিয়ে কামড়ে ব্যালট পেপারে সিল মেরেছেন বলে জানালেন তিনি।  

বাবু মণ্ডলের মা মদিনা খাতুন বাংলানিউজকে জানান, জন্মগতভাবে তার ছেলে বাবু মণ্ডল প্রতিবন্ধী। তার হাত-পা থেকেও নেই। অন্যের সহযোগিতা ছাড়া চলাচল করতে পারেন না।

ধুনট মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আ ক ম সানাউল মোস্তফা বাংলানিউজকে বলেন, সব ধরনের প্রতিবন্ধীদের ভোট কেন্দ্র ও কক্ষে (বুথে) প্রবেশ করতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শারীরিক প্রতিবন্ধী বাবু মণ্ডলের ক্ষেত্রেও একই সুবিধা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমজেড/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।