ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

মদনে বিএনপির ৫ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
মদনে বিএনপির ৫ নেতাকর্মী আটক ছবি: প্রতীকী

নেত্রকোনা: নেত্রকোনা জেলার মদন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে তাদের আটক করা হয়।



মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

তাৎক্ষণিকভবে আটকদের পরিচয় জানা যায়নি এবং অটকের সুনির্দিষ্ট কারণও জানা যায়নি।

মদন পৌরসভায় পাঁচ মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- নৌকা প্রতীকের এ কে এম সাইফুল ইসলাম, ধানের শীষের মো. মাশরিকুর রহমান, লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী মো. ফিরোজ খান, জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান মোদাচ্ছের হোসেন এবং আওয়ামী লীগের বিদ্রোহী নারকেল গাছ প্রতীকের মো. আব্দুল হান্নান তালুকদার। এখানে মোট ভোটার সংখ্যা ১০৮৬৯ জন। এরমধ্যে পুরুষ ৫৪৪০ ও নারী ৫৪২৯ জন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।