ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

ত্রিশালে ভোট কেন্দ্র থেকে মুড়িবই ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ত্রিশালে ভোট কেন্দ্র থেকে মুড়িবই ছিনতাই

ত্রিশাল (ময়মনসিংহ) থেকে: ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার একটি কেন্দ্র থেকে ব্যালটের মুড়িবই (কাস্টিং ভোটের হিসেব-নিকেশ) ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় আটক করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।



বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে পৌরশহরের ৮নম্বর ওয়ার্ডের আলী আকবর ভূঁ‌ইয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, বেশ কয়েকজন দল বেধে বুথের সামনে দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গেট খুলতে বলেন। এরপর বুথে ঢুকে মুড়িবই ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তারা।

ওই মুড়িবইয়ে কিছু ব্যালটও ছিল বলে কেন্দ্রের কর্মকর্তারা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রির্টানিং অফিসার জান্নাতুল ফেরদৌস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনায় ভোটে কোনো প্রভাব পড়েনি। নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।

এর আগে উপজেলা পরিষদ মোড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর সমথিতরা। ত্রিশাল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জুয়েল সরকার (নৌকা), দলীয় বিদ্রোহী প্রার্থী এবিএম আনিসুজ্জামান আনিস (জগ), বিএনপির প্রার্থী আমিন সরকার (ধানের শীষ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ পৌরসভায় মোট ভোট কেন্দ্র ১১ টি কেন্দ্রে  মোট ২১ হাজার ৯৫৩ জন ভোটার রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এএমকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।