ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

কানাইঘাটে শেষ ম‍ুহূর্তে কেন্দ্র দখলের চেষ্ঠা ক্ষমতাসীনদের

আব্দুল্লাহ আল নোমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
কানাইঘাটে শেষ ম‍ুহূর্তে কেন্দ্র দখলের চেষ্ঠা ক্ষমতাসীনদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কানাইঘাট থেকে (সিলেট): পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণের সময় শেষ মুহূর্তে কানাইঘাটে ক্ষমতাসীনরা দুই-তিনটি কেন্দ্রের ভোট কক্ষ দখলে নেওয়ার চেষ্ঠা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী রহিম উদ্দিন ভরসা।

বুধবার (৩০ ডিসেম্বর) ভোটগ্রহণ শেষ হওয়ার আগ মুহূর্তে বাংলানিউজের কাছে এ অভিযোগ করেন তিনি।

তবে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতার কারণে তাদের চেষ্ঠা সফল হয়নি বলেও জানান তিনি।

জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সকাল থেকেই স্বতস্ফূর্ত ভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কিন্তু বিকেলের দিকে পৌরসভার দুর্লভপুর, রামপুর ও বিষ্ণুপুর ভোট কেন্দ্র দখল নেওয়ার চেষ্ঠা করেছিলো ছাত্রলীগ। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোরতার কারণে তারা দখল নিতে পারেনি।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। এদিকে, একই অভিযোগ জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো.ওলিউল্লাহ (মোবাইল ফোন)।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কানাইঘাট পৌর নির্বাচনে ১৬ হাজার ২৮৭ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৩১১ এবং নারী ভোটার ৭ হাজার ৯৭৬ জন।

এই পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন ৮জন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এএএন/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।