ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

বসুরহাটে আ’লীগের আবদুল কাদের মেয়র নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বসুরহাটে আ’লীগের আবদুল কাদের মেয়র নির্বাচিত আবদুল কাদের মির্জা

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল কাদের মির্জা নৌকা প্রতীক নিয়ে ৯ হাজার ৪২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে ১ হাজার ৭৫৬ ভোট পেয়েছেন।

স্বতন্ত্র জামায়াত প্রার্থী মোশারফ হোসেন মোবাইল ফোন প্রতীক নিয়ে ১ হাজার ১২১ ভোট পেয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং অফিসার ইসমাইল হোসেন) ফলাফলের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বসুরহাট পৌরসভা নির্বাচনে চার মেয়রের পাশাপাশি সংরক্ষিত কাউন্সিলর পদে ৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৯০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৬০২ জন এবং নারী ভোটার ৮ হাজার ৩০৬ জন।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।