ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

জকিগঞ্জে জাল ভোট দেওয়ায় নারীসহ ২ জনের কারাদণ্ড

নাসির উদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
জকিগঞ্জে জাল ভোট দেওয়ায় নারীসহ ২ জনের কারাদণ্ড

জকিগঞ্জ থেকে: সিলেটের সীমান্ত এলাকা জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে জাল ভোট দেওয়ায় নারীসহ ২ জনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- শামসুল ইসলাম ও সালেহা বেগম।



বুধবার (৩০ ডিসেম্বর) দুইজন জাল ভোট দিতে গেলে তাদের এ কারাদণ্ড দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরত ই খোদা।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাংলানিউজকে বলেন, শামসুল ইসলাম ও সালেহা বেগম জকিগঞ্জ ফাজিল মাদ্রাসা ভোট কেন্দ্রে জাল ভোট দিতে গেলে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট তাদের ৬ মাস কারাদণ্ড দেন।

বুধবার সকাল ৮টা থেকে দেশের ২৩৪টি পৌরসভায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়। শেষ বিকেল ৪টায়।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।