ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন

সুনামগঞ্জের ৪ পৌরসভায় চলছে ভোট গণনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
সুনামগঞ্জের ৪ পৌরসভায় চলছে ভোট গণনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: সুনামগঞ্জের চার পৌরসভা নির্বাচনে ৬৪ কেন্দ্রে ভোট গণনা চলছে। পৌরসভাগুলো হলো- সুনামগঞ্জ, দিরাই, ছাতক ও জগন্নাথপুর পৌরসভা।



বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে জেলার চারটি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়ে কোনো বিরতি ছাড়াই চলে বিকেল ৪টা পর্যন্ত চলে।

চারটি পৌরসভায় মোট ১ লাখ ১০ হাজার ৪১ জন ভোটার। এরমধ্যে ৫৫ হাজার ৮৭৩  জন পুরুষ ও ৫৪ হাজার ১৬৮ জন নারী ভোটার।

সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. সাদেকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৮টা থেকে সুনামগঞ্জ পৌরসভায় ২৩টি কেন্দ্রে, দিরাইয়ে ১২টি কেন্দ্রে, ছাতকে ১৮টি ও জগন্নাথপুরে ১১টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে।

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে সুনামগঞ্জ পৌরসভায় ১১ জন, দিরাইয়ে ৯ জন, ছাতক ও জগন্নাথপুরে ৭ জন করে নির্বাহী ম্যাজস্ট্রেট দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।