ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পঞ্চগড়ে ভোট গণনা চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
পঞ্চগড়ে ভোট গণনা চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পঞ্চগড় পৌরসভায় ভোটগ্রহণ শেষে চলছে  গণনার কাজ।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া ১৩টি কেন্দ্রের ৯২টি কক্ষে ভোটগ্রহণ শেষে বিকেল ৪টার পর একযোগে প্রার্থীদের পোলিং এজেন্টদের উপস্থিতিতে চলছে গণনা।



বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোটাররা ভোট প্রয়োগ করে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা।
 
দিনভর ভোট নিয়ে শহরের সর্বত্র ছিলো উৎসবমুখর পরিবেশ। বিকেল ৪টায় পৌরসভা এলাকার চিনিকল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের দুই হাজার ৩৩০ ভোটারের মধ্যে এক হাজার ৮৫৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

একই সময়ে নতুন বস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দুই হাজার ৯০৪ জন ভোটারের মধ্যে ২২১৮ জন তাদের ভোট দেন।

পঞ্চগড় পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকিয়া খাতুন নৌকা প্রতীকে, বিএনপি মনোনীত প্রার্থী তৌহিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে, জাসদ মনোনীত প্রার্থী আব্দুল মজিদ বাবুল মশাল প্রতীকে এবং  স্বতন্ত্র  প্রার্থী হিসেবে জামায়াত নেতা আব্দুল খালেক নারিকেল গাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন ও কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

২২ বর্গকিলোমিটার এলাকার এ পৗরসভার ৯ ওয়ার্ডে মোট ভোটার ৩০ হাজার ৭৭৫ জনের মধ্যে নারী ১৫ হাজার চারশ’ জন এবং পুরুষ ১৫ হাজার ৩৭৫ জন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।