ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

গাংনীতে আ’লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
গাংনীতে আ’লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল নির্বাচিত আশরাফুল ইসলাম

মেহেরপুর: গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে  আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম (আশরাফ ভেন্ডার) জগ প্রতীকে ৭৩৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আহমেদ আলী নৌকা প্রতীকে পেয়েছেন ৫৪১৬ ভোট।



বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রিটার্নিং অফিসার রোকনুজ্জামান এ ফালাফল ঘোষণা করেন।

গাংনী পৌরসভায় সর্বশেষ হিসাব অনুযায়ী জনসংখ্যা প্রায় ৪০ হাজার। ১৮ নভেম্বর প্রকাশিত সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৫৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার  ৮ হাজার ৫৫২ জন ও নারী ভোটার ৯ হাজার ৫ জন।

এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগের আহম্মেদ আলী (নৌক)। বিএনপির প্রার্থী ইন্সারুল হক ইন্সু (ধানের শীষ)। স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম ভেন্ডার (জগ)। ইসলামী আন্দোলন প্রার্থী হুজ্জাতুল ইসলাম ফয়সল (হাতপাখা) এবং জাতীয় পার্টি (এরশাদ) এস.এম মুর্তজা বুলবুল (লাঙল)।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।