ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

দৌলতখানে আ’লীগের মেয়র প্রার্থী জাকির জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
দৌলতখানে আ’লীগের মেয়র প্রার্থী জাকির জয়ী

ভোলা: দৌলতখান পৌরসভার ৯টি কেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে।

এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী জাকির হোসেন তালুকদার পেয়েছেন ৬ হাজার ৯৭৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন কাকন পেয়েছেন ৬৭৯ ভোট।

দৌলতখান উপজেলা রির্টানিং অফিসার মুস্তাফিজুর হমান বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

দৌলতখান পৌরসভায় মোট ভোটকেন্দ্র ৯টি। মোট ভোটার সংখ্যা ১০৬৬৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫৭৩৬ জন ও নারী ভোটার ৪৯২৯ জন।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।