ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

নির্বাচন

হাজীগঞ্জ পৌরসভায় আ’লীগ প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
হাজীগঞ্জ পৌরসভায় আ’লীগ প্রার্থী জয়ী মাহবুবুল আলম লিপন

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুবুল আলম লিপন ১২ হাজার ৯৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী আবদুল মান্নান খান বাচ্চু পেয়েছেন ১২ হাজার ১৫২ ভোট।



বুধবার (৩০ ডিসেম্বর) রাতে হাজীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাজীগঞ্জ পৌরসভায় মোট ভোটার ছিলো ৩৮ হাজার ৪৬৪ জন। মোট ৬জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বিজয়ী প্রার্থী মাহাবুবুল আলম লিপন গত পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুল মান্নান খান বাচ্চুর সঙ্গে অল্প ভোটের ব্যবধানে হেরেছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।