ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

নির্বাচন

আ’লীগ ২১, আ’লীগ বিদ্রোহী ৪, বিএনপি ১ (আপডেটেড)

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আ’লীগ ২১, আ’লীগ বিদ্রোহী ৪, বিএনপি ১ (আপডেটেড)

ঢাকা: পৌরসভা নির্বাচনের ফল আসতে শুরু করেছে। বাংলানিউজের কাছে আসা সবশেষ ফলে মোট ২৬টি পৌরসভার ফল জানা গেছে।

এতে মেয়র পদে ২১ জন আওয়ামী লীগ প্রার্থী, ৪ জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ১ জন বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৩৪ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও নরসিংদীর মাধবদী পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এক নজরে ভোটের ফল:

ঢাকা বিভাগ

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোজাফফর হোসেন বাবলু মিয়াকে (জগ প্রতীক) বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। মোজাফফর হোসেন বাবলু মিয়া ৭ হাজার ৫শ ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুস শুকুর শেখ (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৭শ ৭৪ ভোট। এছাড়া নগরকান্দা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী রায়হান উদ্দিন মিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলেও জানান তিনি।

জামালপুরের মেলান্দহ পৌরনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শফিক জাহেদী রবিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৯ হাজার ১৪৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র হাজি দিদার পাশা পেয়েছেন ৭ হাজার ৩৬০ ভোট।

চট্টগ্রাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল কাদের মির্জা নৌকা প্রতীক নিয়ে ৯ হাজার ৪২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ফেনীর দাগনভূঞা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ওমর ফারুক খান নৌকা প্রতীক নিয়ে ১১ হাজার ৫৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপন (ধানের শীষ) ২ হাজার ৩৪৬ ভোট পেয়েছেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান মিজান বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।   মিজানুর রহমান পেয়েছেন ১২ হাজার ৭০২ ভোট। তার  নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী  (আওয়ামী লীগের বিদ্রোহী) মোহাম্মদ ইমাম হোসেন পাটোয়ারী এনাম (জগ) পেয়েছেন ৫ হাজার ৪২৬ ভোট।

রাজশাহী বিভাগ

বগুড়ার ধুনট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র এজিএম বাদশাহ (জগ) ৪ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আলিমুদ্দিন হারুন মণ্ডল (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৪৬৪ ভোট। আওয়ামী লীগের প্রার্থী শরীফুল ইসলাম খান (নৌকা) ১ হাজার ৫০৫ ভোট পেয়েছেন।

জয়পুরহাটের কালাই পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা মার্কার খন্দকার হালিমুল আলম জন ৬ হাজার ৮শ’ ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রার্থী বিএনপির সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার। ধানের শীষ নিয়ে তার ভোট ২ হাজার ১শ’ ৬১।

সিরাজগঞ্জের কাজিপুরে আওয়ামী লীগ (নৌকা) মেয়র প্রার্থী হাজী নিজামউদ্দীন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার ভোট ৭ হাজার ৮শ' ২৫। নিকটতম প্রার্থী স্বতন্ত্র আবদুস সালাম।

পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ২৬৯১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মোখলেছুর রহমান বাবলু পেয়েছেন ৯৩৭২ ভোট।

খুলনা বিভাগ

মেহেরপুরের গাংনীতে মেয়র পদে  আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম (আশরাফ ভেন্ডার) জগ প্রতীকে ৭ হাজার ৩৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আহমেদ আলী নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫৪১৬ ভোট।

সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী গাজী আক্তারুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নয়টি কেন্দ্রের ফল গণনা শেষে স্থানীয়ভাবে এ তথ্য জানা গেছে।

মাগুরায় ২৭ হাজার ৯৫০ ভোট পেয়ে মাগুরা পৌরসভা নির্বাচনে আওয়ামী  লীগের মেয়র প্রার্থী খুরশিদ হায়দার টুটুল (প্রতীক-নৌকা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

যশোর জেলার বাঘারপাড়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কামরুজ্জামান বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৫ শ’ ৪১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি’র বিদ্রোহী প্রার্থী তাহের সিদ্দিকী পেয়েছেন ১৬ শ’ ২১ ভোট এবং ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল হাই মনা ১৩ শ’ ১১ ভোট পেয়েছেন।

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম মনিরুল হক তালুকদার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

ময়মনসিংহ

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ ও দুর্গাপুর পৌরসভায়  আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।   দূর্গাপুরে  আওয়ামী লীগের প্রার্থী মৌলানা মোহাম্মদ আব্দুস সালাম ৭ হাজার ৮৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। মোহনগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট লতিফুর রহমান রতন ভোট পেয়েছেন ৮হাজার ৮১৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন ধানের শীষ প্রতীকের বিএনপি মাহাবুবুন নবী শেখ। তিনি ভোট পেয়েছেন ৪ হাজার ৩৬৪।

বরিশাল

ভোলা জেলার ভোলা, দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন- ভোলা সদরে মোহাম্মদ মনিরুজ্জামান, বোরহানউদ্দিনে রফিকুল ইসলাম ও দৌলতখানে জাকির হোসেন তালুদকার। এ তিন প্রার্থীই দ্বিতীয়বারে মতো মেয়র নির্বাচিত হলেন।

বরগুনা পৌরসভায় নির্বাচনে মেয়র পদে ৫ হাজার ৮শ’ ৯৩  ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামীলীগ মনোনীত কামরুল আহসান মহারাজ পেয়েছেন ২ হাজার ৫শ’ ২৮ ভোট।

ঝালকাঠির নলছিটি পৌর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তসলিম উদ্দিন চৌধুরী বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৩ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মজিবর রহমান পেয়েছেন ৬৪৫ ভোট।

সিলেট

মৌলভীবাজার সদরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফজলুর রহমান ১০ হাজার ৮৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী ওলিউর রহমান পেয়েছেন ৫ হাজার ৬২৫ ভোট।

রংপুর

গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ৯ কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৪৮৪১ ভোট।

বাংলাদেশ সময় ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।