ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত ও শিবগঞ্জে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত ও শিবগঞ্জে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জামায়াত সমর্থিত স্বতন্ত্র ও জেলার শিবগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেয়র পদে বিজয়ী হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী (জগ) নজরুল ইসলাম ৩১ হাজার ৫০৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সামিউল হক লিটন (নৌকা) পেয়েছেন ৩০ হাজার ৫০৪ ভোট।

শিবগঞ্জ পৌরসভায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী কারিবুল হক রাজিন (নারকেল গাছ) ১০ হাজার ২১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী (জগ) পেয়েছেন ৬ হাজার ২২২ ভোট।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।