মৌলভীবাজার: মৌলভীবাজারের চার পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মেয়র পদে জয়ী হয়েছেন। এর মধ্যে তিনটি আওয়ামী লীগের, একটি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে মৌলভীবাজার সদর, কমলগঞ্জ, কুলাউড়া ও বড়লেখা রির্টানিং কর্মকর্তারা বাংলানিউজকে বিষয়টি জানান।
মৌলভীবাজার সদর- আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফজলুর রহমান ১৩ হাজার ৬৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রির্টানিং অফিসার মাসুকুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী ওলিউর রহমান পেয়েছেন ৭ হাজার ৭৫০ ভোট।
কমলগঞ্জ- আওয়ামী লীগ (নৌকা) মনোনীত মেয়র প্রার্থী জুয়েল আহম্মদ ৩ হাজার ৯৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী জাকারিয়া হাবিব নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন দুই হাজার ৮০৪ ভোট।
বুধবার (৩০ ) রির্টানিং কর্মকর্তা শফিকুল ইসলাম ভোট গণনা শেষে বাংলানিউজকে এ তথ্য জানান।
কুলাউড়া- আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফি আলম ইউনূছ ৪ হাজার ২২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে কামাল উদ্দিন পেয়েছেন ৪ হাজার ১৬৪ ভোট।
ভোট গণনা শেষে রির্টানিং কর্মকর্তা ইস্তাফিজুর আকন্দ বাংলানিউজকে এ তথ্য জানান।
বড়লেখা- আওয়ামী লীগ (নৌকা) মনোনীত মেয়র প্রার্থী আবু ইমাম কামরান চৌধুরী ৪ হাজার ৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খিজির আহমেদ মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন দুই হাজার ৫৭৭ ভোট।
রির্টানিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ভোট গণনা শেষে বাংলানিউজকে এ তথ্য জানান।
মৌলভীবাজারের চার পৌরসভায় (সদর, বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ) ৮১ হাজার ৯২৩ জন ভোটার। এর মধ্যে ভোটারের মধ্যে ৩৯ হাজার ৬৩৫ জন নারী ও ৪২ হাজার ২৮৮ জন পুরুষ। চার পৌরসভায় ৪১টি কেন্দ্রে ২৩৭টি কক্ষে ভোট গ্রহণ করা হয়।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
জেডএস