ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

নির্বাচন

মণিরামপুরে আ’লীগ প্রার্থী মাহমুদুল হাসান জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
মণিরামপুরে আ’লীগ প্রার্থী মাহমুদুল হাসান জয়ী

যশোর: যশোরের মণিরামপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ মাহমুদুল হাসান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি ৮ হাজার ১১৬ ভোট পেয়েছেন।



তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শহীদ ইকবাল হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ২৭৩ ভোট।

বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং অফিসার মো. কামরুল হাসান বাংলানিউজকে এসব তথ্য জানান।

মণিরামপুর পৌরসভায় মোট ভোটার ১৯ হাজার ২৪৪ জন। এর মধ্যে ৯ হাজার ৬৫৭ জন পুরুষ এবং ৯ হাজার ৫৮৭ জন নারী ভোটার।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।