ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচনের ফলাফল

বরিশাল বিভাগে আ’লীগ ১৪, বিদ্রোহী ১, অঘোষিত ২

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বরিশাল বিভাগে আ’লীগ ১৪, বিদ্রোহী ১, অঘোষিত ২

বরিশাল: বরিশাল বিভাগের ৬ জেলার ১৭টি পৌরসভার ১৪টিতে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এবং একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া পিরোজপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মো. হাবিবুর রহমান মালেক আগেই বিনা  প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।

বেতাগী ও কুয়াকাটা পৌরসভার দু’টি কেন্দ্রে নির্বাচন স্থগিত হওয়ায় ফলাফল ঘোষণা করা হয়নি।

বুধবার (৩০ ডিসেম্বর) রাতে বরিশালের স্ব স্ব কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
 
বাকেরগঞ্জ: বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো. লোকমান হোসেন ডাকুয়া নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।

বেসরকারিভাবে পাওয়া ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী  মো. লোকমান হোসেন ডাকুয়া পেয়েছেন ৭ হাজার ২২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী  মো. হেমায়েত উদ্দিন হাওলাদার (হাত পাখা) ১ হাজার ২১৮ ভোট পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল হালিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গৌরনদী: বরিশাল জেলার গৌরনদীতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. হারিছুর রহমান মেয়র পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

বেসরকারিভাবে পাওয়া ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী মো. হারিছুর রহমান (নৌকা) পেয়েছেন ১৮ হাজার ৯৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সফিকুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ৭৭৬ ভোট।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী।

মুলাদী: বরিশাল জেলার মুলাদী পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শফিক উজ্জামান নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

বেসরকারিভাবে পাওয়া ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী মো. শফিক উজ্জামান (নৌকা) পেয়েছেন ৯ হাজার ৩৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আসাদ মাহমুদ (ধানের শীষ) পেয়েছেন ৫৯৬ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. এমদাদুল হক এ খবর নিশ্চিত করেছেন।

বানারীপাড়া: বরিশাল জেলার বানারীপাড়ায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী সুভাষ চন্দ্র শীল নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছে।

রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী, বানারীপাড়ায় আওয়ামী লীগের প্রার্থী সুভাষ চন্দ্র শীল (নৌকা) পেয়েছেন ৫ হাজার ৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. গোলাম মাহামুদ (ধানের শীষ) পেয়েছেন ৪৪৩ ভোট।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা সাইয়েদ এ জেড মোরশেদ আলী।

উজিরপুর: বরিশাল জেলার উজিরপুরে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো. গিয়াস উদ্দিন নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।

বেসরকারিভাবে পাওয়া ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. গিয়াস উদ্দিন (নৌকা) পেয়েছেন ৬ হাজার ৩০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শহীদুল ইসলাম খান (ধানের শীষ) ২ হাজার ৩৬০ ভোট পেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ঝুমুর বালা।

মেহেন্দীগঞ্জ: বরিশাল জেলার মেহেন্দীগঞ্জে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী কামাল উদ্দিন খান নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।

বেসরকারিভাবে পাওয়া ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী কামাল উদ্দিন খান (নৌকা) পেয়েছেন ১২ হাজার ২০৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন খোকন গাজী (হাত পাখা) ১ হাজার ৫৬৯ ভোট পেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা তাজিম উর রহমান।

ভোলা সদর: ভোলা জেলার ভোলা সদর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে নির্বাচিত হয়েছেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, মোহাম্মদ মনিরুজ্জামান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ১৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী হারুন অর রশিদ ট্রুম্যান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৭২৭ ভোট।

ভোলা সদরের রিটার্নিং অফিসার সুব্রত কুমার সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

দৌলতখান: ভোলা জেলার দৌলতখান পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী জাকির হোসেন তালুকদার নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি পেয়েছেন ৬ হাজার ৯৭৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন কাকন পেয়েছেন ৬৭৯ ভোট।

দৌলতখানের রিটার্নিং অফিসার মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বোরহানউদ্দিন: ভোলা জেলার বোরহানউদ্দিন পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনিরুজ্জামান কাকন পেয়েছেন ৬৪৪ ভোট।

বোরহানউদ্দিন উপজেলা রিটার্নিং অফিসার হেলাল উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

পিরোজপুর: পিরোজপুর জেলার  স্বরূপকাঠী পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম কবির মেয়র পদে নির্বাচিত হয়েছেন।
 
নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭ হাজার ৩২৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী একমাত্র প্রার্থী বিএনপি সমর্থিত মো. শফিকুল ইসলাম ফরিদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৭৭৯ ভোট।

রিটানিং অফিসার মো. আরিফুল হক বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

নলছিটি: ঝালকাঠি জেলার নলছিটি পৌর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তসলিম উদ্দিন চৌধুরী বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

তিনি পেয়েছেন ১৩ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মজিবর রহমান পেয়েছেন ৬৪৫ ভোট।

নলছিটির রিটার্নিং অফিসার খান শাহানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বরগুনা: বরগুনা সদর পৌরসভায় নির্বাচনে মেয়র পদে ৫ হাজার ৮৯৩  ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগ মনোনীত কামরুল আহসান মহারাজ পেয়েছেন ২ হাজার ৫২৮ ভোট।

রিটার্নিং অফিসার সূত্রে এ তথ্য জানা গেছে।

পাথরঘাটা: বরগুনা জেলার পাথরঘাটা পৌরসভায় ৬ হাজার ৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন আকন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মল্লিক মো. আইউব পেয়েছেন ২ হাজার ৬৩২ ভোট।

রিটার্নিং অফিসার সূত্রে এ তথ্য জানা গেছে।

কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
 
বিপুল চন্দ্র হাওলাদার ৭ হাজার ১০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হুমায়ূন কবির ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৩৯৯ ভোট।

রিটার্নিং অফিসার সূত্রে এ তথ্য জানা গেছে।

** বরিশালের ৬ পৌরসভায়ই আ’লীগের মেয়র প্রার্থী জয়ী

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।