ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

নির্বাচন

কালিয়ায় আ’ লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
কালিয়ায় আ’ লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী জয়ী মুশফিকুর রহমান লিটন

নড়াইল: নড়াইলের কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী মুশফিকুর রহমান লিটন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

চামচ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন তিন হাজার ৮১২ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা পেয়েছেন এক হাজার ৭৫৪ ভোট। নৌকা প্রতীক নিয়ে তিনি নির্বচনে অংশ নেন।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় নয়টি কেন্দ্রের মধ্যে আটটির ভোট গণনা শেষে এ ফলাফল জানায় স্থানীয় ও দলীয় বিভিন্ন সূত্র।

উল্লেখ্য, বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় এ পৌরসভার পূর্ব কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এখানে এক হাজার ৯৬১ জন ভোটার রয়েছেন। তবে এ সংখ্যা তার জয়ে কোনো প্রভাব ফেলবে না বলে সূত্রগুলো জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।