ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

শীতলক্ষ্যা দূষণ

রূপগঞ্জে টেক্সটাইল কারখানাকে ৪১ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
রূপগঞ্জে টেক্সটাইল কারখানাকে ৪১ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): শীতলক্ষ্যা নদী দূষণের দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরাবো এলাকার মেসার্স সায়বা টেক্সটাইল কারখানাকে ৪১ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর।  

বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাবরিন সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।



বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারখানাটি পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিত এবং ইটিপি নির্মাণাধীন অবস্থায় রেখে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি শীতলক্ষ্যার নদীতে নির্গত করে নদীর পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করে আসছে।

এ অপরাধে অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) এ.কে.এম. মিজানুর রহমান মেসার্স সায়বা টেক্সটাইল কারখানাকে ৪১ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করেন।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।