ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

হবিগঞ্জে ৩টি বিএনপি, ২টিতে আওয়ামী লীগ জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
হবিগঞ্জে ৩টি বিএনপি, ২টিতে আওয়ামী লীগ জয়ী

হবিগঞ্জ: হবিগঞ্জের ৫ পৌরসভায় মেয়র পদে তিনটিতে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। সংশ্লিষ্ট পৌরসভার রিটার্নিং কর্মকর্তারা বাংলানিউজকে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।



পাঁচ পৌরসভার মধ্যে হবিগঞ্জ সদর, নবীগঞ্জ ও চুনারুঘাটে বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি দু’টি মাধবপুর ও শায়েস্তাগঞ্জে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।

হবিগঞ্জ সদর পৌরসভায় বিএনপি প্রার্থী জিকে গউছ ১০ হাজার ৭৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী মিজানুর রহমান মিজান নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৯ হাজার ২৬৪ ভোট।

রিটার্নিং কর্মকর্তা শফিউল আলম বাংলানিউজকে এ তথ্য জানান।

নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত ছাবির আহমেদ ধানের শীষ প্রতীকে ৫ হাজার ৬২১ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নৌকা প্রতীকে তোফাজ্জল ইসলাম চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৭৭৩ ভোট।

ভোট গণনা শেষে নবীগঞ্জ পৌরসভার রিটার্নিং কর্মকর্তা বেলায়েত হোসেন এ ফলাফল ঘোষণা করেন।


চুনারুঘাট পৌরসভায় ৪ হাজার ৭৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী নাজিমুদ্দিন সামছু।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত সাইফুল ইসলাম রুবেল পেয়েছেন ৪ হাজার ৭২১ ভোট।

রিটার্নিং কর্মকর্তা মাসহুদুল করিম বাংলানিউজকে এ তথ্য জানান।

এদিকে, মাধবপুরে আওয়ামী লীগ মনোনীত হীরেন্দ্র লাল সাহা নৌকা প্রতীকে ৫ হাজার ৭৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়দ পদে নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে হাবিবুর রহমান মানিক ৪ হাজার ৮৪৮ ভোট পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

আর শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগ মনোনীত সালেক মিয়া নৌকা প্রতীকে ৩ হাজার ৯৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়দ পদে নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে ফরিদ আহম্মেদ অলি ৩ হাজার ৮৯০ ভোট পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী বাংলানিউজকে এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।