ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

নির্বাচন

বাগেরহাটে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বাগেরহাটে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জয়ী খান হাবিবুর রহমান

বাগেরহাট: বাগেরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী খান হাবিবুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, মোট ১৫টি ভোট কেন্দ্রে খান হাবিবুর রহমানের প্রাপ্ত ভোটের সংখ্যা নয় হাজার ৯৭১।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মীনা হাসিবুল হাসান পেয়েছেন নয় হাজার ৮৫৭ ভোট।  

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
 
এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৪ হাজার ২০৩। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ১৭ হাজার ৪২৫ ও পুরুষ ভোটারের সংখ্যা ১৬ হাজার ৭৭৮।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমএইচপি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।