ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

নির্বাচন

সাভারে আ’লীগের প্রার্থী গণি জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
সাভারে আ’লীগের প্রার্থী গণি জয়ী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাভার পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাজি আবদুল গণি (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ৩৫ হাজার ৬২৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী বদিউজ্জামান বদি (ধানের শীষ) পেয়েছেন ২৯ হাজার ১৫৮ ভোট।

রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম এ বাংলানিউজকে এ তথ্য জানান। ৮০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরইউ/ওএইচ/আরএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।