ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

নির্বাচন

যশোর সদরে আ’লীগ প্রার্থী রেন্টু চাকলাদার এগিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
যশোর সদরে আ’লীগ প্রার্থী রেন্টু চাকলাদার এগিয়ে জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু

যশোর: যশোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বেসরকারিভাবে এগিয়ে আছেন। নৌকা প্রতীক নিয়ে পৌরসভার ৫৫টি কেন্দ্রের মধ্যে ৪৯টি কেন্দ্রে তিনি ৫৬ হাজার ৭২৬ ভোট পেয়েছেন।



তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মারুফুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে ১৮ হাজার ২৩৪ ভোট পেয়েছেন।

তবে ৫৫টি কেন্দ্রের মধ্যে এমএম কলেজ কেন্দ্রে পুরুষ ভোট বাতিল করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবুও এই ছয়টির কেন্দ্রের ভোটের হিসাবে রেন্টু চাকলাদার মেয়র হতে যাচ্ছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার সাবিনা ইয়াসমিন বাংলানিউজকে এসব তথ্য জানান।

যশোর সদর পৌরসভায় মোট ভোটার ১ লাখ ৩১ হাজার ২১ জন। এর মধ্যে ৬৫ হাজার ০৯ জন পুরুষ এবং ৬৬ হাজার ১২ জন নারী ভোটার।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।