ঢাকা: কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ড থেকে বেসরকারিভাবে নির্বাচিত কাউন্সিলর রাকিব উদ্দিন রকিব (৪৫) গুলিবিদ্ধ হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দাউদকান্দি হাইস্কুল মাঠে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আহত রকিব কুমিল্লার দাউদকান্দির ধুনার চড় গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। তিনি দাউদকান্দির দক্ষিণ গাজীপুরের ৯ নম্বর ওয়ার্ড থেকে পানির বোতল মার্কায় নির্বাচনে অংশ নিয়ে কাউন্সিলর হয়েছেন।
রকিবের স্বজন মো. মাহফুজ বাংলানিউজকে বলেন, কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়, তা জানি না।
রকিব ১ হাজার ৩৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বলে জানান তিনি।
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে জানান, গুলিবিদ্ধ রকিবকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এজেডেস/আরএইচএস/এমএ