ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

দক্ষিণ এশিয়ার নির্বাচনের চেয়ে ভাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
দক্ষিণ এশিয়ার নির্বাচনের চেয়ে ভাল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ঢাকা: দেশব্যাপী বুধবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর চেয়ে তুলনামূলক ভাল হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।


 
পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপিসহ অন্যদের সমালোচনার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি বলবো না নির্বাচন খুবই সুষ্ঠু ও সুন্দর হয়েছে। তবে পশ্চিমবঙ্গসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর চেয়ে তুলনামূলক নির্বাচন সুষ্ঠু হয়েছে।  
 
বুধবার দেশের ২৩৪টি পৌরসভায় বুধবার ভোট গ্রহণ করে নির্বাচন কমিশন। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন এ নির্বাচনে কোনো কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসএমএ/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।