ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন

নির্বাচনী সহিংসতা

বরগুনায় ৫ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
বরগুনায় ৫ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা

বরগুনা: পৌরসভা নির্বাচনে সহিংসতার অভিযোগে অজ্ঞাতনামা ৫ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

বুধবার (৩০ ডিসেম্বর) রাতে বরগুনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মোতালেব বাদী হয়ে মামলাটি দায়ের করেন।



বরগুনা সদর থানা সূত্র জানায়, বরগুনা পৌরসভা নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, সরকারি কর্মীকে মারধর, সরকারি গাড়ি ভাঙচুর এবং নির্বাচন কেন্দ্রে ভাঙচুরের অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন,  এ ব্যাপারে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।