ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

নির্বাচন

‘পৌর নির্বাচনে ১০২টি হস্তক্ষেপের ঘটনা ঘটেছে’

স্টাফ করেস পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
‘পৌর নির্বাচনে ১০২টি হস্তক্ষেপের ঘটনা ঘটেছে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে দেশের বিভিন্ন ভোট কেন্দ্রে ১০২টি হস্তক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা আর্টিক্যাল ১৯।
 
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় সংস্থাটি।


 
এতে বলা হয়, বুধবার দেশব্যাপী অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে মত প্রকাশের স্বাধীনতা পর্যবেক্ষণ করেছে আর্টিকেল-১৯।   দেশের ৬৩ জেলায় ৬৭জন সাংবাদিক ৬৭টি পৌরসভার ২৬৬টি কেন্দ্রে সরাসরি এ কার্যক্রম পরিচালনা করেন।
 
‘এ পর্যবেক্ষণ থেকে প্রাথমিক তথ্যে উঠে এসেছে, নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ১০২টি হস্তক্ষেপের ঘটনা রেকর্ড করা হয়েছে। ’
 
সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থা বলছে, নির্বাচনে ভোটগ্রহণকালে ৪৭জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের সময় কেন্দ্রে প্রবেশ করতে নির্বাচনী কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকরী বাহিনী, ক্ষেত্র বিশেষ প্রার্থীদের সমর্থকদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছেন। মারধরের শিকার হয়েছেন ২৬ সাংবাদিক, ১১ জনের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়েছে; ১৫ জন সাংবাদিককে ভোটকেন্দ্রের ছবি তুলতে বা ভিডিও ধারণ করতে দেওয়া হয়নি।
 
নির্বাচনী দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিক গ্রেফতার হয়েছেন বলেও ওই বিজ্ঞপ্তিতে জানায় সংস্থাটি।

আর্টিকেল ১৯-এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক তাহমিনা রহমান বলেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য নির্বাচনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
 
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
টিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।