ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ভোটের মাঠে বৃষ্টির বাগড়া, বজ্রপাতে ভোটারের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মে ৭, ২০১৬
ভোটের মাঠে বৃষ্টির বাগড়া, বজ্রপাতে ভোটারের মৃত্যু

ফরিদপুর: চরভদ্রাশন ইউনিয়নে ভোট দিয়ে ফেরার পথে বজ্রপাতে আমেনা বেগম (৪০) নামে এক নারী মারা গেছেন।

শনিবার (৭ মে) সকালে উৎসবমুখোর পরিবেশে ভোট গ্রহণ শুরু হলেও দুপুর সাড়ে ১২টার দিকে বাঁধ সাঁধে বৃষ্টি।

হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় ভোটাররা লাইন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। এদিকে ভোটারের উপস্থিতি কমে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন প্রার্থীরা।

এ প্রসঙ্গে সদরপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফর বলেন, সকাল থেকে ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। শত শত মানুষ দল বেঁধে উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিতে এসেছে। কিন্তু বৃষ্টি শুরু হওয়ায় আগ্রহ হারিয়ে ফেলছেন তারা।

একই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য প্রার্থী হালিমা বেগম বলেন, বৃষ্টির কারণে অধিকাংশ কেন্দ্র প্রায় ফাঁকা হয়ে গেছে।

বৃষ্টির কারণে আশানুরূপ ভোট পড়বে না এমনই ভাবছেন জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম।

ফরিদপুরে তিনটি উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে মোট ১৩৫টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ০৭, ২০১৬
আরকেবি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।