ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

মুক্তাগাছায় কেন্দ্র দখলের চেষ্টায় পুলিশের গুলি, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মে ২৮, ২০১৬
মুক্তাগাছায় কেন্দ্র দখলের চেষ্টায় পুলিশের গুলি, আটক ৩

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় পৃথক দুটি ঘটনায় আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা দু’টি ভোটকেন্দ্র দখলের চেষ্টা চালায়। এ সময় পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি করে।

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়।

 

শনিবার (২৮ মে) বেলা ১২টার দিকে পৃথক এ দুটি ঘটনা ঘটে।

গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আখতারুজ্জামান বাংলানিউজকে জানান, উপজেলার খেরুয়াজানি ইউনিয়নের লক্ষ্মীপুর ভোটকেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকরা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় পুলিশ ২ রাউন্ড ফাঁকা গুলি করে এবং একজনকে আটক করে।

অপর এক ঘটনায় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম বাংলানিউজকে বলেন, উপজেলার দুল্লা ইউনিয়নের বিন্নাকুড়ি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সমর্থকরা। এ সময় পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি করে এবং রেজাউল করিম ও আলী আজগর নামে দু’জনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এমএএএম/জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।