ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

চান্দিনার মহিচাইল ইউপি নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মে ২৩, ২০১৭
চান্দিনার মহিচাইল ইউপি নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের স্থগিত দুই কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু মুছা মজুমদার নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যা পর নির্বাচনী রিটার্নিং অফিসার ও উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা কামাল এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, স্থগিত দুই কেন্দ্রের পুনঃনির্বাচনে জামিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এক হাজার ৮শ’ ৮৬ ভোটের মধ্যে এক হাজার ১শ’ ৬৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে আবু মুছা মজুমদার ৯শ’৯ ভোট পেয়েছেন, আনারস প্রতীক নিয়ে একেএম রুহুল আমিন ৭৬ ও ধানের শীষ প্রতীক নিয়ে কামরুল হাসান ১শ’ ৮৪ ভোট পেয়েছেন।

অপর কেন্দ্র বামুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের এক হাজার ১শ’ ৮০ ভোটের মধ্যে ৭শ’ ৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে নৌকা প্রতীকে আবু মুছা ২৯৭, আনারস প্রতীকে রুহুল আমিন ২০৪ ও ধানের শীষ প্রতীকে কামরুল হাসান ২৩৮ ভোট পেয়েছেন।

এ দুই কেন্দ্রের মোট ভোটে নৌকা প্রতীকের প্রার্থী এক হাজার ২শ’ ৬ ভোট, আনারস প্রতীকের প্রার্থী ২৮০ ও ধানের শীষ প্রতীকের প্রার্থী ৪২২ ভোট পেয়েছেন। চূড়ান্ত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আবু মুছা তিন হাজার ৮শ’ ৮০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম রুহুল আমিন (আনারস) পেয়েছেন তিন হাজার চার ভোট এবং ধানের শীষ প্রতীকে ২০ দলীয় জোট প্রার্থী দুই হাজার ৭শ’ ৭২ ভোট পেয়েছেন।

এর আগে গত বছরের ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে সাতটি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী আবু মুছা মজুমদার থেকে ১২৭ ভোট এগিয়ে ছিলেন আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী একেএম রুহুল আমিন।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ২৩ মে, ২০১৭
জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।