ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

কুয়াকাটা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী আনোয়ার জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
কুয়াকাটা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী আনোয়ার জয়ী আনোয়ার হোসেন

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন (জগ) ৩৩৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
 
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত আব্দুল বারেক মোল্লা (নৌকা) পেয়েছেন ২৭৮৪  ভোট।

এ নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটার ভোটধিকার প্রয়োগ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২৮ ডিসেম্বর)  সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। সকাল থেকে প্রতিটি কেন্দ্রে ভোটারের দীর্ঘ সারি ছিলো।

এ নির্বাচনে মেয়র পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন, কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।