ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পীরগঞ্জে আ.লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
পীরগঞ্জে আ.লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী বীর মুক্তিযোদ্ধা একরামুল হক

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা একরামুল হক ৯ হাজার ১৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৮টায় পীরগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার জিলহাস উদ্দিন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা একরামুল হককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

নারিকেল মার্কায় একরামুল হক ভোট পেয়েছে ৯ হাজার ১৩৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী নৌকা মার্কার কাশিরুল ইসলাম ভোট পেয়েছেন ২ হাজার ৭৯০ ভোট।

রিটার্নিং অফিসার জিলহাস উদ্দিন জানান, জয়নাল আবেদীন জগ মার্কার ৯৯১, জাতীয় পার্টির লাঙ্গল মার্কার তৈয়ব আলী ৫২২, ধানের শীষের রেজাউল করিম (রাজা) ২ হাজার ৭১৪ ও হাত পাখা মার্কার হাফিজুর রহমান ১৪৩ ভোট পেয়েছেন।
এর আগে ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।