ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

উল্লাপাড়ায় জালভোট দিতে এসে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
উল্লাপাড়ায় জালভোট দিতে এসে যুবক আটক প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জালভোট দিতে এসে শওকত আলী (৪০) নামে এক যুবক আটক হয়েছে।  শনিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ভট্ট কাওয়াক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

শওকত আলী নবগ্রাম মহল্লার কালাম প্রামাণিকের ছেলে।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু সাঈদ জানান, শওকত নামে ওই যুবক একজন কাউন্সিলর প্রার্থীর পক্ষে জালভোট দিতে এসেছিলেন। তাকে জিজ্ঞাসাবাদে সিরিয়াল নম্বরে গড়মিল পাওয়ায় আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।