ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন

বরগুনার ২৯ ইউনিয়নে নির্বাচনে আ.লীগ ১৯, স্বতন্ত্র ১০ 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, জুন ২২, ২০২১
বরগুনার ২৯ ইউনিয়নে নির্বাচনে আ.লীগ ১৯, স্বতন্ত্র ১০  ...

বরগুনা: প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরগুনার ছয়টি উপজেলার ৪১টি ইউনিয়নের মধ্যে ২৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৯টি ইউনিয়নের মধ্যে ১৯টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাকি ১০টিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

সদর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন তিনটিতে আর স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন ছয়টিতে।

এদের মধ্যে বদরখালীত ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মতিয়ার রহমান রাজা, গৌরীচন্নাতে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তানভীর, ফুলঝুরিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম কবীর, কেওরাবুনিয়ায় স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান নসা, আয়লাপাতাকাটায় মোসারেফ হোসেন, বুড়িরচরে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবীর, ঢলুয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজিজুল হক স্বপন, বরগুনা সদর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আলো আকন এবং নলটোনায় স্বতন্ত্র প্রার্থী মো. সফিকুজ্জামান মাহাফুজ।  

বেতাগী উপজেলার সাত ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

এদের মধ্যে বেতাগী সদর ইউনিয়নের নির্বাচিত হয়েছেন মো. হুমায়ুন কবির খলিফা, বিবিচিনিতে নওয়াব হোসেন খান নয়ন, মোকামিয়ায় গাজী জয়নাল আহমেদ, হোসনাবাদে মুহাম্মদ খলিলুর রহমান, বুড়ামজুমদারে সৈয়দ গোলাম রব শুকুর মীর, সরিষামুড়িতে ইমাম হাসান শিপন জমাদ্দার এবং কাজিরাবাদ ইউনিয়নের নির্বাচিত হয়েছেন মো. মোশাররফ হোসেন।

আমতলী উপজেলার ছয়টি ইউনিয়নের চারটিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী।

এদের মধ্যে চাওরা ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আখতারুজ্জামান খান বাদল, আড়পাঙ্গাশিয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহেলী পারভীন মালা, কুকুয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বোরহান উদ্দিন আহমেদ মাসুম, গুলিশাখালীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাভোকেট মো. মনিরুল ইসলাম, হলদিয়ায় স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান মিন্টু মল্লিক এবং আঠারোগাছিয়া ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম রিপন।

পাথরঘাটা উপজেলার তিনটি ইউনিয়নের তিনটিতেই বিজয় হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। এদের মধ্যে কালমেঘা ইউনিয়নে গোলাম নাসির, কাকচিড়ায় আলাউদ্দিন পল্টু এবং কাঠালতলীতে শহিদুল ইসলাম।

এছাড়া বামনা উপজেলা চারটি ইউনিয়নের মধ্যে দুটিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী। এদের মধ্যে বামনা সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চৌধুরী কামরুজ্জামান সগীর, রামনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম, বুকাবুনিয়ায় স্বতন্ত্র প্রার্থী মো সাইদুর রহমান এবং ডৌয়াতলা ইউনিয়নে মো. মিজানুর রহমান।

সোমবার (২১ জুন) সকাল ৮টার থেকে জেলার ২৯টি ইউনিয়নের ২৬৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে চলে বিকাল চারটা পর্যন্ত।

ষ্ঠিত ২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,৬১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্য বরগুনা সদর উপজলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪২ জন, আমতলির ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫১ জন, বেতাগীর ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮ জন, পাথরঘাটার ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৭ জন, বামনার ৪টি ইউনিয়নে ২১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়াও সংরক্ষিত পদে ৩৪৬ এবং সাধারণ সদস্য পদে ১০৭৯জন প্রার্থী নির্বাচন প্রতিদ্বদিতা করেছেন।

বাংলাদেশ সময়: ০৭৪৮ জুন ২২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।