ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন

বগুড়ার তালোড়াতে স্বতন্ত্র প্রার্থী মেহেরুল ইসলাম বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জুন ২২, ২০২১
বগুড়ার তালোড়াতে স্বতন্ত্র প্রার্থী মেহেরুল ইসলাম বিজয়ী মেহেরুল ইসলাম

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মেহেরুল ইসলাম (অটোরিকশা) ২ হাজার ২৫৪ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী মোনওয়ারুল করিম তালুকদার (আনারস) পেয়েছেন ১ হাজার ৯৬৩ ভোট।

সোমবার (২১ জুন) রাতে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কার্যালয় থেকে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানানো হয়।

নির্বাচনে মোট ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।  

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রুহুল আমিন জানান, তালোড়া ইউনিয়নে ১০ হাজার ৯৬০ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৮২২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জুন ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।