ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

বাগেরহাটের ২ ইউপিতে নৌকার প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
বাগেরহাটের ২ ইউপিতে নৌকার প্রার্থী জয়ী সুলতানা পারভীন ও মাস্টার সাইদুর রহমান

বাগেরহাট: প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত হওয়া বাগেরহাটের দুটি ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।  

রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী সুলতানা পারভীন ৫ হাজার ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতিকে এস এম বদরুল হুদা হিরু পেয়েছেন ১ হাজার ৯০৭ ভোট।

অপরদিকে মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নেও নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার সাইদুর রহমান ৯ হাজার ২৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী আব্দুল হাই খান পেয়েছেন ৩ হাজার ৯৩৫ ভোট।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামাল ও রামপাল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকারিয়া হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা,  নভেম্বর ০২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।