ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

প্রচারণায় টাকা বিতরণ নিয়ে সংঘর্ষ, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
প্রচারণায় টাকা বিতরণ নিয়ে সংঘর্ষ, আহত ৫ ...

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার ছয় নম্বর রাজিউড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনী প্রচারণায় ভোটারদের মাঝে টাকা বিতরণ নিয়ে দুই প্রার্থীর লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন।

 
 
শুক্রবার (২৬ নভেম্বর) ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী এরশাদ মিয়া ও শফিকুল ইসলামের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, ভোরে সদস্য প্রার্থী এরশাদ মিয়া ও তার পক্ষের লোকজন এলাকায় প্রচারণা চালান। প্রচারণায় টাকা বিতরণ করা হচ্ছে অভিযোগ তুলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল ইসলাম এতে বাধা দেন। এ নিয়ে দুইপক্ষে সংঘর্ষ হলে উভয়পক্ষে ৫ জন আহত হয়েছেন।
 
আহতদের মধ্যে সদস্য প্রার্থী শফিকুল ইসলামকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা হবিগঞ্জে চিকিৎসা নিয়েছেন।
 
এরশাদ মিয়া ফুটবল ও শফিকুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে বাংলানিউজকে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।
 
বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।