ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

নির্বাচনের আগের রাতে সেনবাগে ২৩ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
নির্বাচনের আগের রাতে সেনবাগে ২৩ যুবক আটক

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনী অভিয়ান চালিয়ে ২টি মাইক্রোবাস সহ ২৩ যুবককে আটক করেছে।

শনিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট থেকে সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী ও হাতিয়া থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ তাদের আটক করে।

তবে পুলিশ তাৎক্ষণিক আটককৃতদের নাম ঠিকানা জানাতে পারেনি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী জানান, রোববার সেনবাগ উপজেলায় তৃতীয় ধাপে ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে সহিংসতা সৃষ্টি করার জন্য তারা জড়ে হয়।

বাংলাদেশ  সময়: ০১৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।