ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

ফেনীতে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, আটক ২৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
ফেনীতে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, আটক ২৫

ফেনী: ফেনীর ছাগলনাইয়া ও পরশুরামের ৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পোলিং এজেন্ট, মেম্বার প্রার্থীসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ।

এছাড়াও গোপন কেন্দ্রে ঢুকে ইভিএমে বাটন টিপে ভোট দেওয়া ও সহযোগিতার অপরাধে নাসিমা বেগম ও তামান্না আক্তার নামের দুই জন পোলিং অফিসারকেও প্রত্যাহার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আটকদের মধ্যে রয়েছে ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের মন্দিয়া গ্রামের মোরগ প্রতীক আবুল কালাম মাস্টার তার সমর্থক মো. সেলিম, আপেল প্রতীক শওকত জোবায়ের তুমুল ও ফুটবল প্রতীকের সোহেল রানা। পরশুরামের মীর্জানগর ইউনিয়নের মির্জানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের পোলিং এজেন্ট আরিফ, মেম্বার পদ প্রার্থীর পোলিং এজেন্ট আবু বক্কর প্রমুখ।

ফেনী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন আটকের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বিশৃঙ্খলা তৈরির দায়ে তাদের আটক করা হয়। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য তাদের আটক রাখা হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আজগর আলী বলেন, দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত পরশুরাম থেকে ১৫ জন এবং ছাগলনাইয়া থেকে ১০ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এসএইচডি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।