ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

মাদারীপুরে ১৪ ইউপিতে নির্বাচিত চেয়ারম্যান যারা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
মাদারীপুরে ১৪ ইউপিতে নির্বাচিত চেয়ারম্যান যারা  মাদারীপুরে ১৪ ইউপিতে নির্বাচিত চেয়ারম্যান যারা 

মাদারীপুর: তৃতীয় ধাপে মাদারীপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে রোববার (২৮ নভেম্বর)।

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট নেওয়া শেষে রাতে ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের ফলাফল ঘোষণা করা হয়।

এতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন- ঝাউদি ইউনিয়ন পরিষদে সিরাজুল ইসলাম আবুল হাওলাদার (মোটরসাইকেল), দুধখালী ইউনিয়নে ফারুক খান (মোটর সাইকেল), পেয়ারপুর ইউনিয়ন পরিষদে মাহফুজুর রহমান লাবলু তালুকদার  (আনারস), খোয়াজপুর ইউনিয়ন পরিষদে জয়নুল আবেদীন মোল্লা ফারুক (ঘোড়া), ছিলারচর ইউনিয়নে তোফিক হোসেন আকন (আনারস), শিড়খাড়া ইউনিয়নে মজিবুর রহমান হাওলাদার (টেবিল ফ্যান), বাহাদুরপুর ইউনিয়নে সৈয়দ সাখাওয়াত হোসেন (মোটর সাইকেল), পাঁচখোলা ইউনিয়নে নাসির উদ্দিন মোল্লা টুকু (মোটর সাইকেল), মস্তফাপুর ইউনিয়নে সোহরাব হোসেন খান (আনারস), ধুরাইল ইউনিয়নে হাবিবুর রহমান হাওলাদার (আনারস), কালিকাপুর ইউনিয়নে মো. ফাইকুজ্জামান (মোটর সাইকেল), কেন্দুয়া ইউনিয়নে শাহ রায়হান কবির (চশমা), রাস্তি ইউনিয়নে বিল্লাল হোসেন মোল্লা (মোটরসাইকেল) ও কুনিয়া ইউনিয়নে অমিত হোসেন কবির (টেলিফোন)।

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা  মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচনে ১৩টি ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করলেও শুধুমাত্র ঝাউদি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হয়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৭ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও পাঁচজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়।

এছাড়া প্রতিটি কেন্দ্রে পাঁচজন পুলিশ, ১৫ জন আনসার মোতায়েন ছিল। নির্বাচনী এলাকায় তিন প্লাটুন বিজিবি, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও র‌্যাবের তিনটি টিম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেছেন।

এ উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীতা উন্মুক্ত করায় দলীয় প্রতীক ছাড়া প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৭১জন, মেম্বার প্রার্থী ৩৫৬ জন, সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এদিকে সদর উপজেলায় ১৪টি ইউনিয়নে ২ লাখ ২১ হাজার ৭৮৩ জন ভোটার ১৩১টি কেন্দ্রে ভোট দিয়েছেন। যার মধ্যে নারী ভোটার ১ লাখ ৭ হাজার ৩২৪ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ১৪ হাজার ৪৫৯ জন।

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, তৃতীয় ধাপে আমরা মাদারীপুর সদর উপজেলাবাসীকে একটি সুন্দর নির্বাচন উপহার দিয়েছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সবার সহযোগিতায় আমরা নির্বাচন সম্পন্ন করতে পেরেছি।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।