ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ভোলা: ভোলায় নির্বাচনী আচারণবিধি ভঙ্গ করে মহড়া দেওয়ার অভিযোগে সোহাগ (২৮) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত সোহাগ ভোলা সদর উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের শাহে আলমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান শনিবার (০১ জানুয়ারি) দুপুরে জানান, শুক্রবার রাতে একদল দুস্কৃতিকারী  শিবপুর ইউনিয়নের চাউলতা তলা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। এ সময় তাদের ধাওয়া করে সোহাগ নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি গুলতি ও বেশ কিছু মারবেল জব্দ করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভোলা সদরের শিবপুরসহ ১২ ইউনিয়নে ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।