ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

ইউপি নির্বাচন

লাঙল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
লাঙল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় ভোটকেন্দ্রে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন জাতীয় পার্টির মনোনীত লাঙল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আল কামরান।

বুধবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘোষণা দেন তিনি।

সকালের দিকে ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার উপস্থিতি ভালো। তবে দিন গড়াতেই ভোটারদের কেন্দ্রে আসতে বাধা, জোরপূর্বক অন্যের ভোট দেওয়ার অভিযোগ আসতে থাকে।

এ অবস্থায় দুপুর ১২টায় মো. আল কামরান (লাঙল প্রতীক) ভোট বর্জনের ঘোষণা দেন। তিনি জাতীয় শ্রমিক পার্টির প্রচার সম্পাদক ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী।

আল কামরান বলেন, ভোটকেন্দ্র দখল করা হয়েছে। ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। ১ নম্বর ও ৭ নম্বর কেন্দ্রে আমার কেউ নেই। ভোটাররা গিয়ে দেখে আগেই ভোট হয়ে গেছে। এ অবস্থায় আমি ভোট বর্জন করছি।

প্রার্থীদের এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, 'ভোট সুষ্ঠু হচ্ছে। অভিযোগ পেলে কর্মকর্তারা ব্যবস্থা নিচ্ছেন। '

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।