ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়ায় ২ মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ২ মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে।

পুলিশ দুই মেম্বার প্রার্থীকে আটক করেছে।  

বুধবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ইউনিয়নের দতাইশ্বার কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।  

স্থানীয় লোকজন জানান, ভাতশালা গ্রামের মোরগ মার্কা বর্তমান মেম্বার বাবুল মিয়ার সমর্থকরা দতাইশ্বার গ্রামের ফুটবল মার্কা শাহিনের সমর্থকদের একে অপরের বিরুদ্ধে জোর করে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিজিবির স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নির্বাচনের দায়িত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভোটগ্রহণ চলছে। এ ঘটনায় দুই মেম্বার প্রার্থীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।