ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

সেই ২ নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
সেই ২ নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে মামলা সেই ২ নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে মামলা

সিলেট: সিলেটে জকিগঞ্জে ভোট জালিয়াতির অভিযোগে আটক দুই রিটানিং কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাকিম বাদি হয়ে এ মামলাটি দায়ের করেছেন।

ওই মামলায় তাদের আদালতে হাজির করা হয়েছে।

মামলায় অভিযুক্তরা হলেন- কাজলসার ও বারোহালের দুই ইউনিয়নের রিটানিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হক এবং জকিগঞ্জ সদর উপজেলার নির্বাচন অফিসার ও সমন্বয়কারী সাদমান সাকিব। তবে, তাদের কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করা হলেও মাদক আইনে মামলা দায়ের করা হয়নি।

এ বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, ব্যালট পেপারসহ আটক ২ কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন আইন ২০১০ এর ৭৭, ৮০ ও ৮১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে ফেনসিডিলের খালি বোতল জব্দ করায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়নি।

এদিকে, জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এনইউ/জেডএ

**সরকারি গাড়িতে সিলমারা ব্যালট পেপার, আটক ২ কর্মকর্তা 
**সিলেটে সেই ২ কর্মকর্তার কাছে মিললো টাকা-মাদক!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।