ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

টাঙ্গাইলে পৌনে তিন ঘণ্টায় ৬ শতাংশ ভোট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
টাঙ্গাইলে পৌনে তিন ঘণ্টায় ৬ শতাংশ ভোট

টাঙ্গাইল: টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ নির্বাচনে পৌনে তিন ঘণ্টায় ৬ শতাংশ ভোট পড়েছে। রোববার (১৬ জানুয়ারি) বেলা পৌনে ১১টা পর্যন্ত মির্জাপুর এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ২৭ নম্বর কেন্দ্রে এ ভোট পড়েছে।

 

বিষয়টি প্রিজাইডিং অফিসার মনজুর আলম বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২ হাজার ৩৫৩ জন ভোটারের মধ্যে পৌনে ১১টা পর্যন্ত ১০৯টি ভোট পড়েছে। উপ নির্বাচন হওয়ায় ভোটার উপস্থিতি কম হচ্ছে। অপরদিকে এ কেন্দ্রে সকাল থেকে ভোটার উপস্থিতি কম।

সরেজমিনে দেখা যায়, কেন্দ্রে ভোটারের উপস্থিতি খুবই কম। পুলিশ, আনসার ও ভোটগ্রহণে নিয়োজিত সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করছেন। কেন্দ্রের বাইরেও কোনো সমর্থকের তেমনটা উপস্থিতি ও উৎসাহ দেখা যায়নি।

জানা গেছে, এ আসনে সংসদ সদস্য পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে খান আহমেদ শুভ, জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের মো. জহিরুল ইসলাম জহির, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী (হাতুড়ি), বাংলাদেশ কংগ্রেস পার্টির শ্রী মতি রুপা রায় চৌধুরী (ডাব) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাপার সাবেক নেতা নুরুল ইসলাম (মোটরযান)।

জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল হাসান বলেন, এ আসনে ১২১টি কেন্দ্রের ৭৫৬টি বুথে ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে। আশা করছি শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করতে পারবো।
 
তিনি আরও বলেন, এ আসনটিতে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪০ হাজার ৩৭৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৯ হাজার ৮৭৮ ও নারী ভোটার এক লাখ ৭০ হাজার ৫০১ জন। তাদের মধ্যে তৃতীয় লিঙ্গের পাঁচজন ভোটার রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।